ফেনী প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীতে শেখ হাসিনা-কাদেরের নামে মামলা

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিতে কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুদের (২৫) নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। গত বুধবার রাতে নিহতের ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি করেন। মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ১৬২ জনের নাম উল্লেখ করে এবং আরো ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও ফেনী-৩ সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

মামলার এজাহারে মাহমুদুল হাসান উল্লেখ করেন, ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচিতে তার ভাই মাহবুবুল হাসান মাসুম অংশ নেয়। ওই দিন দুপুর দেড়টার দিকে মহিপাল ফ্লাইওভারের নিচে প্রধান আসামিসহ ৬ নম্বর আসামিদের ইন্ধনে বাকি আসামিরা ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। সেখানে মাসুম গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চমেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৬২ জনের নামে হত্যা মামলা দায়ের সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল আন্দোলনকারীদের ওপর আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে ১১ জন নিহত হয়। ওই দিনের ঘটনায় এটিসহ মোট সাত মামলায় প্রায় ২ হাজারের বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close