নিজস্ব প্রতিবেদক

  ০৩ সেপ্টেম্বর, ২০২৪

নিবন্ধন পেল ভিপি নুরের গণঅধিকার পরিষদ

প্রতীক ‘ট্রাক’

নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হলো ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ। দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে, নিবন্ধন নম্বর ৫১। গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিয়ে গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা প্রজ্ঞাপন জারি হয়েছে। ৭ দিনের মধ্যে নিবন্ধন দিতে গত ২৮ আগস্ট দলটি আলটিমেটাম দেওয়ার পর গতকাল প্রজ্ঞাপন জারি করল ইসি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ‘গণঅধিকার পরিষদণ্ডজিওপি’ কে পুনরাদেশ না দেওয়া পযন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উদ্যোগে গঠিত হয় গণঅধিকার পরিষদ। তিনি দলটির সভাপতি। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. রাশেদ খান।

এক সময় ছাত্রলীগের রাজনীতি করে আসা নুরুল হক নুর ২০১৭ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নেমে নিজ সংগঠনের বিরাগভাজন হন। ২০১৮ সালে সরকার প্রথম শ্রেণির চাকরিতে কোটা তুলে দেওয়ার পর নুর ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন। এরপর কোটা সংস্কারের জন্য গঠন করা কমিটিকে ধীরে ধীরে রাজনৈতিক দলে রূপ দেন, গঠন করেন ‘গণঅধিকার পরিষদ’।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দলটি নিবন্ধন পায়নি। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হলে নবম সংসদের আগে ৩৯টি দল নিবন্ধন পায়। গণঅধিকার পরিষদের নিবন্ধন নম্বর ৫১ হলেও এর আগে শর্ত পূরণে ব্যর্থ এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close