নিজস্ব প্রতিবেদক

  ০৩ সেপ্টেম্বর, ২০২৪

মেট্রোরেল চলবে শুক্রবারও

খুব শিগগির শুক্রবারও মেট্রোরেল পরিষেবা চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছেন, শুক্রবার বিকেল ৩টার পর থেকে মেট্রোরেল চলাচল করবে। আলোচনা চলছে। শিগগিরই তারিখ ঘোষণা করা হবে।

ছিদ্দিক আরো বলেন, আমাদের প্রতি সপ্তাহে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য একটি স্লট আলাদা রাখতে হয়। এ কারণে শুক্রবার বিকেল ৩টায় চলাচল শুরু হবে। এছাড়া মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের বিষয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব স্টেশন দুটি চালু করার চেষ্টা চলছে। ডিএমটিসিএল সূত্র আরো জানায়, স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটর ও অন্যান্য কর্মীদের জন্য ডিউটি রোস্টার প্রস্তুত করার জন্য এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে।

উল্লেখ্য, মেট্রোরেল এখন শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন চলাচল করছে। বর্তমানে সকাল ৭টা ১০ ও ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন এবং মতিঝিল থেকে রাত ৯টা ১৩ মিনিটের পর ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় শুধু এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারেন।

এছাড়া সকাল ৭টা ৩১ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত ট্রেনগুলোয় সব ধরনের যাত্রীরা ভ্রমণ করতে পারেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close