নিজস্ব প্রতিবেদক

  ১৫ আগস্ট, ২০২৪

আদালতে ডিম নিক্ষেপ

সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার শাহজাহানকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত এ আদেশ দেয়। এর আগে আদালত প্রাঙ্গণে আনিসুল ও সালমানকে বহনকারী প্রিজনভ্যান পৌঁছলে শত শত সাধারণ জনতা ও আইনজীবী আসামিদের উদ্দেশে ডিম নিক্ষেপ করেন। বুধবার ডিবি কার্যালয় থেকে কড়া প্রহরায় তাদের ৬টা ২৫ মিনিটে ঢাকার সিএমএম কোর্ট নেওয়া হয়।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় ‘ইন্ধনদাতা’ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

গতকাল ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় বলে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এস আই লিয়াকত হোসেন। এর আগে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার হওয়ার পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।

গত ১৬ জুলাই দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম অজ্ঞাতদের আসামি করে এ মামলা করেন। বিকেল ৫টা ৫৬ মিনিটে সালমান ও আনিসুলকে আদালতে নেওয়ার উদ্দেশে ঢাকার মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় বের করা হয়। তাদের বহনকারী প্রিজন ভ্যানের সামনে-পেছনে পুলিশের কড়া নিরাপত্তা ছিল।

ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেছেন, নৌ-পথে ‘পালানোর সময়’ তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র-জনতার ওই আন্দোলন আগস্টের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের রূপ পাওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে। সালমান এফ রহমান ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে একই বিমানে দেশ ছাড়েন বলে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন ঢাকার পুলিশ তাকে সদরঘাট থেকে গ্রেপ্তারের কথা বলেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close