কূটনৈতিক প্রতিবেদক
ড. ইউনূসকে বিশ্বনেতাদের শুভেচ্ছা
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তুরস্কের ফার্স্টলেডি ইমিনে এরদোগান। গত বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন বার্তায় মোদি লিখেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। মোদি আরো বলেন, আমরা আশা করি হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসবে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার মমতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে শুভেচ্ছা বক্তব্যটি পোস্ট করেছেন। তিনি বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক- এ কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। তিনি বাংলাদেশের শিক্ষার্থী, যুবসমাজ, কৃষক-শ্রমিক, নারী ও পুরুষসহ সবাইকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি আশা করেন বাংলাদেশে চলমান সংকট দ্রুত কেটে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। ফেসবুক পোস্টে মমতা বলেন, ‘শান্তি ফিরে আসুক তোমার-আমার এ ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকব।’
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শপথ নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্টলেডি ইমিনে এরদোগান। গত বৃহস্পতিবার এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, সম্মানীত প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উত্তম শুভ কামনা জানাই। তিনি জাতিসংঘের অ্যাডভাইজরি বোর্ড অব ইমিনেন্ট পারসন অন জিরো ওয়েস্টের একজন সদস্য, এ বোর্ডের আমি চেয়ার। তিনি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এজন্য তাকে অভিনন্দন জানাই।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান। অভিনন্দন বার্তার শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ড. ইউনূসের অবদানের কথা উল্লেখ করেন অ্যামিন। তিনি ওই বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে এক্স মাধ্যমে অ্যামিন লিখেছেন, ‘আমি বাংলাদেশের অন্তর্বর্তীসরকারের চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি।’ অ্যামিন বিশ্বাস করেন, বাংলাদেশে ড. ইউনূসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে। তিনি লিখেছেন, ‘এ উপলক্ষে আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।’
গত বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন। ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় গতকাল শপথ নিতে পারেননি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
"