নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকার
২৭ মন্ত্রণালয় সামলাবেন ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন, যেখানে তিনি নিজে মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে ২৭টি দপ্তর নিজের হাতে রেখেছেন। অর্থাৎ সামনে আরো উপদেষ্টা তার পরিষদে যুক্ত করে নিতে পারেন।
ড. ইউনূস সামলাবেন যেসব মন্ত্রণালয় : মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; শিক্ষা মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; নৌপরিবহন মন্ত্রণালয়; পানিসম্পদ মন্ত্রণালয়; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়; বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অতীতে সীমিতসংখ্যক সদস্য নিয়ে গঠিত তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন প্রশাসনেও একেক জনকে একাধিক মন্ত্রণালয় সামলাতে দেখা গেছে।
প্রবল গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নেন মুহাম্মদ ইউনূস। এ যাত্রায় ১৬ জন উপদেষ্টা তার সঙ্গী হলেও বৃহস্পতিবার শপথ নেন ১৩ জন। ফারুক-ই-আজম বীরপ্রতীক, সুপ্রদীপ চাকমা এবং ডা. বিধান রঞ্জন রায় ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে ছিলেন না। শপথ নেওয়ার পর তাদের দপ্তর বণ্টন হবে।
১৩ উপদেষ্টার হাতে যেসব মন্ত্রণালয় : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন, যেখানে নাজুক দশায় পড়া অর্থনীতির পুনরুদ্ধারের দায়িত্ব বর্তেছে সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদের ওপর; আর আইন ও বিচারবিষয়ক বিষয়গুলো সামলাবেন আসিফ নজরুল। একসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব সামলানো আদিলুর রহমান খানকে সামলাতে হবে শিল্প মন্ত্রণালয়। আর তার সাবেক ‘বস’, অর্থাৎ সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় স্থান করে নেওয়া দুই তরুণ তুর্কিও পেয়েছেন গুরুত্বপূর্ণ দুই দপ্তরের দায়িত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র মো. নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দেখভাল করবেন। আর ছাত্রদের আন্দোলনে তার সহযোদ্ধা ২৫ বছর বয়সি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে ২৭টি দপ্তর তার নিজের হাতে রেখেছেন। এর মানে হলো সামনে আরো নতুন উপদেষ্টাকে তিনি তার উপদেষ্টা পরিষদে যুক্ত করে নিতে পারেন। প্রতিরক্ষা থেকে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা থেকে তথ্য, বাণিজ্য থেকে সংস্কৃতি, কৃষি, জনপ্রশাসন থেকে নারী বিষয় মন্ত্রণালয়, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, পানিসম্পদ, রেলওয়ে, সড়ক ও সেতু, নৌপরিবহন, বিমান পরিবহন, খাদ্য, গণপূর্ত, পার্বত্য চট্টগ্রাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রয়েছে এ নোবেলজয়ীর হাতে থাকা দপ্তরের তালিকায়। অতীতে সীমিতসংখ্যক সদস্য নিয়ে গঠিত তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন প্রশাসনেও একেক জনকে একাধিক মন্ত্রণালয় সামলাতে দেখা গেছে। এবারের উপদেষ্টা পরিষদে সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন সেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভার, যে বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এম সাখাওয়াত হোসেনকে একসময় নির্বাচন কমিশনারের ভূমিকায় দেখা গেছে, নতুন সরকারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন। ক্ষমতার পালাবদলে কয়েকদিনের সরকারহীন অবস্থায় তৈরি হওয়া বিশৃঙ্খলা থামিয়ে আস্থা ফেরানো এবং পুলিশ বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার গুরু দায়িত্ব তাকে পালন করতে হবে। পররাষ্ট্র ক্যাডারের সাবেক কর্মকর্তা তৌহিদ হোসেনকে দেখা যাবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ কূটনীতিকের ভূমিকায়। নাগরিক অধিকার কর্মী শারমিন এস মুরশিদ দেখবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, উবিনীগের ফরিদা আখতার পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।
একসময় গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব সামলানো নূরজাহান বেগম নতুন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সামলাবেন। আর হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ও সুন্নি দেওবন্দি ইসলামি পণ্ডিত আ ফ ম খালিদ হোসেনকে করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা। প্রবল গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নেন মুহাম্মদ ইউনূস। এ যাত্রায় ১৬ জন উপদেষ্টা তার সঙ্গী হলেও বৃহস্পতিবার শপথ নেন ১৩ জন। ফারুক-ই-আজম বীরপ্রতীক, সুপ্রদীপ চাকমা এবং ডা. বিধান রঞ্জন রায় ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে ছিলেন না। শপথ নেওয়ার পর তাদের দপ্তর বণ্টন হবে।
কে কোন দায়িত্বে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সালেহ উদ্দিন আহমেদ; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় আফিস নজরুল; শিল্প মন্ত্রণালয় আদিলুর রহমান খান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ এফ হাসান আরিফ; পররাষ্ট্র মন্ত্রণালয় তৌহিদ হোসেন; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান; সমাজকল্যাণ মন্ত্রণালয় শারমিন এস মুরশিদ; স্বরাষ্ট্র মন্ত্রণালয় এম সাখাওয়াত হোসেন; ধর্ম মন্ত্রণালয় আ ফ ম খালিদ হোসেন; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ফরিদা আখতার; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নূরজাহান বেগম; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের সদস্যদের শ্রদ্ধা :
নিজস্ব প্রতিবেদক/সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। গত বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি।
ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে মোট ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন তাদের মধ্যে ১৪ জন। তিনজন ঢাকার বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
"