নিজস্ব প্রতিবেদক
‘গুম’ স্বজনদের খবর জানতে ডিজিএফআই দপ্তরে ভিড়
প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) ‘আয়নাঘরের বন্দিদের’ বিষয়ে আজ বুধবার সকালে পরিবারকে জানানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক (অ্যাডমিন) আজমিন তামজিদ। গতকাল মঙ্গলবার গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ ডিজিএফআই সদর দপ্তরে বন্দিদের মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা জানান।
আজমিন তামজিদ বলেন, এখানে কোনো বন্দি নেই। বন্দিদের বিষয়ে আগামীকাল (আজ) সকালে আপডেট জানানো হবে। ডিজিএফআই সদর দপ্তরে মায়ের ডাকের সহপ্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস, বিশিষ্ট ফটোসাংবাদিক শহিদুল আলম এবং নারী অধিকার নেত্রী শিরিন হকের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে গোপনে কারাবন্দি রাজনৈতিক বন্দিদের খবরের জন্য তাদের পরিবার ডিজিএফআই সদর দপ্তরের সামনে জড়ো হন। নিখোঁজদের কয়েকজনকে ছেড়ে দেওয়ায় স্বজনদের খবরের জন্য তারা গতকাল সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
"