নিজস্ব প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সব কার্যক্রম চলবে : সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকালে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সব কার্যক্রম চলবে। আন্দোলনরত ছাত্র ও জনতার ঘরে ফিরিয়ে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধান। গতকাল সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।

আন্দোলনরত ছাত্র-জনতার উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘আমি আপনাদের (ছাত্র-জনতা) কথা দিচ্ছি সব হত্যা, সব অন্যায়ের বিচার করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। আমি সব দায়-দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমালের। আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ আপনাদের যত দাবি আছে, সেই দাবিগুলো আমরা পূরণ করব।’

তিনি বলেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমাদের সহযোগিতা করেন, দয়া করে আর ভাঙচুর, হত্যা, মারামারি এবং সংঘর্ষ থেকে বিরত হোন। আমি নিশ্চিত যে, আপনারা যদি আমার কথা মতো চলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করলে নিঃসন্দেহে একটা সুন্দর পরিণতির দিকে যাব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি ও সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অর্জন করতে পারব না। সুতরাং দয়া করে আপনারা সব ধ্বংসযজ্ঞ, সব অরাজকতা থেকে বিরত হোন। আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব। প্রতিটি হত্যার বিচার করা হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। এই আলোচনা ফলপ্রসূ হবে বলে মনে করছি।

ওয়াকার-উজ-জামান বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব। সেনাবাহিনীকে কিছু সময় দেন, সব সমস্যা সমাধান করতে সক্ষম হব। আপনারা সংঘাতের পথ থেকে ফিরে আসুন। অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখুন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়ি।

তিনি বলেন, ‘চলমান পরিস্থিতি সমাধানের পথে গেলে কারফিউয়ের কোনো প্রয়োজন নেই। আমি নির্দেশ দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না। পুলিশ কোনো গুলি চালাবে না। আমি আশা করছি- আমার এই বক্তব্যের পর পরিস্থিতির উন্নতি হবে। আমরা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আপনারা ধৈর্য ধরুন। আমাকে সাহায্য করুন। তবে দুয়েক দিন সময় লাগতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করবে সেনাবাহিনী।’

সেনাপ্রধান আরো বলেন, আমরা এখন বঙ্গভবনে যাব। সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আজকের রাতের মধ্যে আমরা একটা সলিউশন করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা ছিল না। তবে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম নেতা মামুনুল হকের সঙ্গে বৈঠক হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক আসিফ নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন। বৈঠকে একটি প্রস্তাবে সবাই একমত পোষণ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close