নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিতে স্বস্তি
দিনের বেশির ভাগ সময় আকাশ ছিল মেঘলা। কিছু সময় পর পর আবার কোথাও টানা বৃষ্টি ছিল। রাজধানী ঢাকাসহ কয়েকটি স্থানে গতকাল এমনই ছিল আবহাওয়া। আজ শনিবারও বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য হলো- ঢাকা ছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় মাইজদীকোর্টে ২৭৬ ও রামগতিতে ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। শুক্রবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
সিলেটে গত বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সিলেট বিভাগের বিভিন্নস্থানে বৃষ্টিপাতের প্রবণতা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার সকাল থেকেও সিলেটে অবিরাম মাঝারী ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। শনি, রবি ও সোমবার সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল মুষলধারে বৃষ্টি হয় চাঁদপুরেও। সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি হয়েছে ১০৭ মিলিমিটার। এতে জেলাবাসীর স্বভাবিক জীবন যাপন ব্যহত হয়।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব বলেন, শুধু বৃহস্পতিবার সকাল ৬টা হতে রাত ৯টা পর্যন্ত চাঁদপুরে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর এ দিন সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলায় বৃষ্টি হয়েছে ১০৭ মিলিমিটার।
"