প্রতিদিনের সংবাদ ডেস্ক
নতুন কর্মসূচি
ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ আজ কাল অসহযোগ
সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনে নামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার বিক্ষোভ মিছিল এবং আগামীকাল রবিবার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ও কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র, শিক্ষক ও জনতার ‘দ্রোহযাত্রা’ সমাবেশ থেকে আগামীকাল রবিবার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ২টার পর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্রোহযাত্রা’য় অংশ নিতে জড়ো হন হাজারো শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন হয়। এরপর বিকেল সাড়ে ৩টায় প্রেস ক্লাব থেকে হাইকোর্টের মাজারগেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর দিয়ে শহীদ মিনারে পৌঁছায় মিছিলটি। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। ‘দ্রোহযাত্রা’ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে চার দফা দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা করেন ছাত্র-শিক্ষক-জনতা। দাবি মানা না হলে রবিবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করার কথা জানান সমাজকর্মী ডা. হারুনুর রশীদ ও ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম। হারুনুর রশীদ বলেন, ‘আমাদের কথা খুব পরিষ্কার- অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। আটক সব ছাত্র-জনতাকে মুক্তি দিতে হবে। কারণ আপনারা সরকার পরিচালনায় অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। আর আপনারা পদত্যাগ করতে ব্যর্থ হলে আমাদের ইতিহাসে আরো অনেক ঘটনা ঘটেছে। তা না হলে আপনাদেরও একই পরিণতি হবে।’
অন্যদিকে গণমিছিলের পাশাপাশি দ্রোহযাত্রা সমাবেশের ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ। এদিকে দ্রোহযাত্রায় ছিলেন জনস্বাস্থ্যবিদ ও ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সি আর আবরার, উন্নয়ন অর্থনীতিবিষয়ক গবেষক মাহা মির্জা, শিক্ষক রেহনুমা আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক সামিনা লুৎফা, লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
"