প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ জুন, ২০২৪

মোদি এনডিএ জোটের নেতা নির্বাচিত

ভারতের প্রধানমন্ত্রীর শপথ কাল সন্ধ্যায়

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামীকাল রবিবার সন্ধ্যায় তিনি শপথ নেবেন বলে জানিয়েছে মোদির দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতকাল শুক্রবার মোদিকে জোটের নেতা নির্বাচিত করেছেন এনডিএ নেতারা। এদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে আজ শনিবার দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতে সাত দফায় অনুষ্ঠিত লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে গত ৪ জুন মঙ্গলবার। এই নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে মোদিকে জোট সরকার গঠন করতে হচ্ছে এবার।

লোকসভা ভোটে মোদির বিজেপি ২৪০ আসনে জয় পেয়েছে। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে বিরোধীদল কংগ্রেস ১০০ আসনে জয়ী হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন বিজেপিবিরোধী ইনডিয়া জোট জিতেছে ২৩৩ আসনে।

ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসন পায়নি। সে ক্ষেত্রে ভোটে প্রথম হওয়া বিজেপিকে সরকার গঠনে নির্ভর করতে হচ্ছে এনডিএ জোটের ওপর। ৪ জুন ভোট গণনা ও চূড়ান্ত ফল ঘোষণার পর গতকাল এনডিএ জোটের নেতাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিজেপিদলীয় আইনপ্রণেতাসহ অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদিকে জোটের নেতা নির্বাচিত করেছে।

বৈঠকে জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করেন সদ্যবিদায়ি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পরে বিজেপির অন্য নেতা ও জোটের সদস্যরা মোদিকে জোটের নেতা নির্বাচনে সমর্থন জানান। মোদির নাম প্রস্তাবের সঙ্গে সঙ্গে নবনির্বাচিত আইনপ্রণেতা ও জোটের জ্যেষ্ঠ নেতারা টেবিল চাপড়ে সমর্থন জানান। এ সময় অনেকে দাঁড়িয়ে ?‘মোদি, মোদি!’ বলে স্লোগানও দেন।

পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। ওই সময় তিনি নতুন সরকার গঠনে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানান। তাতে সায় দিয়েছেন রাষ্ট্রপতি।

টিডিপির একজন মুখপাত্র বলেন, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর শপথগ্রহণ। বিজেপির দুই মিত্র টিডিপি এবং জনতা দলের নজর সংসদের নিম্নকক্ষের স্পিকার পদের দিকে। আর বিজেপি পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় নিজেদের কবজায় রাখার প্রত্যাশা করছে।

এদিকে ভোটের পর জোটের হিসাব আসার পরপরই বলা হয়েছিল, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই শপথ নিতে যাচ্ছেন মোদি। তবে এনডিএ সূত্র নিশ্চিত করেছে, শনিবার নয়, রবিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে ভোটের ফল প্রকাশের পর বুধবারই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মোদি নিজেই ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই আমন্ত্রণ গ্রহণ করে মোদির শপথ অনুষ্ঠানে হাজির হচ্ছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির উদ্দেশ্যে শনিবার (আজ) বেলা ১১টায় ঢাকা ত্যাগ করবেন। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে আগামী ১০ জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে নয়াদিল্লি যাবেন বলে জানানো হয়েছিল। তবে মোদির শপথ পেছানোর খবরে প্রধানমন্ত্রীর যাত্রাও পিছিয়ে দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close