নিজস্ব প্রতিবেদক
অবরোধ-হরতালে আগুন লাগানোর ঘটনা ১৯৫

বিএনপি ও সমমনা দলের হরতাল চলাকালে রবি ও সোমবার (হরতালের দুদিন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৭টি আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল দুপুরে মিরপুরে একটি দোতলা বাস পোড়ানো হয়েছে। দমকল বাহিনীর দুটি ইউনিট অনেকক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৯৫টি আগুন লাগানোর ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, এ সময়ের মধ্যে ১৯টি যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের মধ্যে ঢাকা মহানগরীতে ৪টি, ঢাকা বিভাগ একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই,সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১০টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি, ১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়। এ আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩১ ইউনিট ও ১৫৬ জন কাজ করে।
"