নিজস্ব প্রতিবেদক
এইচএসসির ফল ২৬ নভেম্বর
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী রবিবার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক তপন কুমার বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে ২৬ নভেম্বর ফল প্রকাশের বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। ওইদিন প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের ফাইল হস্তান্তরের পর অনলাইনে ও সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু গত ১৭ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েক দিন পিছিয়ে যায় চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রীতি রয়েছে।
বিলম্ব হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বাদে অন্যান্য সব বিষয়ের পরীক্ষা সংশোধিত পাঠ্যক্রম অনুসারে পূর্ণ নম্বরে গ্রহণ করা হয়। শেষ মুহূর্তে ১০০ নম্বরের পরিবর্তে আইসিটি পরীক্ষা হয় ৭৫ নম্বরে।
চলতি বছর সারা দেশে এইচএসসি পরীক্ষায় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ ছেলে এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ মেয়ে। পরীক্ষার্থী আগের বছরের তুলনায় ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, মাদরাসা বোর্ডে পরীক্ষার্থী ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৫২ হাজার ৭১৭ শিক্ষার্থী পরীক্ষায় বসেন।
"