আবু সুফিয়ান
জয়ের নায়ক ট্রাভিস হেড
অস্ট্রেলিয়া যখন ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে কেঁপে ওঠে, তখন দলকে টেনে চ্যাম্পিয়ন বানাতে বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড ঠাণ্ডামাথায় খেললেন দুর্দান্ত এক ইনিংস। চরম হতাশার মাঝেও একপর্যায়ে ভারতীয় দর্শকরা দাঁড়িয়ে তালি দিলেন তাকে। চোটে পড়ে যার বিশ্বকাপ খেলাই ছিল অনিশ্চিত, সেই হেডই উঁচু করলেন অজিদের মাথা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩২ হাজার দর্শকের মহাসমুদ্র স্তব্ধ করে দিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে ফাইনালে ৬ উইকেটে হারানোর পথে হেড ১২০ বলে করেন ১৩৭ রান।
কুলদীপ যাদবের বলে সিঙ্গেল নিয়ে ৯৫ বলে হেড সেঞ্চুরিতে পৌঁছাতে ভারতীয় দর্শকরাও দাঁড়িয়ে গেলেন, তালি দিয়ে অভিনন্দিত করলেন অজি বীরকে। ২০০৭ বিশ্বকাপের অ্যাডাম গিলক্রিস্টকে মনে করিয়ে দিলেন যেন তিনি। লাবুশেনের সঙ্গে ১৯৫ রানের জুটিতে তার অবদান ১২৭। লাবুশেনে সহায়ক ভূমিকায় থেকে টেস্ট মেজাজে করলেন ১১০ বলে করলেন ৫৮ রান। এতেই বোঝা যায় হেডের দাপট, হেডের প্রভাব। চলতি বছর ভারতের বিপক্ষেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১৭৪ বলে বলে ১৬৩ রান করে ম্যাচসেরা হয়েছিলেন। পাঁচ ম্যাচ বসে থাকার পর বিশ্বকাপে অভিষেকে ৬৭ বলে করেন ১০৯ রান। বিশ্ব মঞ্চে লেইট এন্ট্রির পরও বড় দান মেরে গেলেন তিনি।
"