নিজস্ব প্রতিবেদক

  ২০ নভেম্বর, ২০২৩

হরতালে অগ্নিসন্ত্রাস

ট্রেন-বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

বিএনপি ও সমমনা দলের ডাকা রবিবার ও সোমবারের হরতালকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানো হয়েছে। সরিষাবাড়িতে ট্রেনের বগিতে আগুন লাগানো হয়েছে। গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয়ও আগুন থেকে রক্ষা পায়নি। বাসে আগুন লাগানো হয়েছে চট্টগ্রাম, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে। নেত্রকোনার কেন্দুয়ায় হাঁস বোঝাই পিকআপ ভ্যানেও আগুন লাগানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

সরিষাবাড়ীতে যমুনা ট্রেনে আগুন: সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে শনিবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ট্রেনের বগিতে থাকা চারজন নারী যাত্রীসহ ১০জন যাত্রী আহত হন। শনিবার রাত ১টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের হোম সিগনাল অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। ট্রেনে আগুন লাগানোর ফলে ট্রেনের বগিতে থাকা ৪ জন মহিলা যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন। আহত অবস্থায় ৪ নারী আশিকা সুলতানা, মমতাজ বেগম, জেল বেগম, লাবনী আক্তারকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তাহমিনা বিথী নিশ্চিত করেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া শত শত ট্রেনযাত্রী ট্রেনের নির্ধারিত সময়ে তারাকান্দি-সরিষাবাড়ী থেকে ঢাকা অভিমুখী ট্রেনে ঢাকা যেতে না পারায় হতাশ হয়ে পড়েন। এ ঘটনার পর জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব উদ্দিন, ওসি ডিবি মো. শাহনেওয়াজ ঘটনস্থল পরিদর্শন করেন। সরিষাবাড়ী রেলস্টেশনের কতর্ব্যরত সহকারী স্টেশন মাস্টার আবদুস সালাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ১ টা ৭ মিনিটে স্টেশনে প্রবেশ করে। পরে ছেড়ে দেওয়ার জন্য পয়েন্টসমেন লাইন ক্লিয়ার দেয়। ট্রেনটি রান করার পর লোকজন ‘আগুন আগুন‘ বললে আমরা কক্ষ থেকে বেরিয়ে দেখি- বগিতে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি জানান, ট্রেনের পিছনের তিনটি বগিতে আগুন দ্রুত ছডিয়ে পড়ে। ট্রেনের দায়িত্বরত পরিচালক (গার্ড) মাসুদ রানা জানান, স্টেশন থেকে ট্রেনটি হোম সিগনাল অতিক্রম করার সময় ট্রেনের পিছন থেকে লোকজনের আগুন আগুন চিৎকার শুনতে পেয়ে গাড়িটির শিকল টেনে থামানো হয়। সরিষাবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এ এস আই আবদুল কাদের বলেন, আমাদের পুলিশ সদস্যরা প্লাটফর্মে ডিউটিরত ছিল। ট্রেনের বগিতে কে বা কারা হঠাৎ অগ্নিকান্ড ঘটায়। ফলে ট্রেনের বগিতে আগুন দ্রুত ছডিয়ে পড়ে। সরিষাবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রাজু রায়হান জানান, সরিষাবাড়ী রেলওয়ের অধীনস্থ শুধু হরতাল ও অবরোধকালীন রেলওয়ের নিরাপত্তার জন্য ৪০ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ রয়েছে। তারা হরতাল ও অবরোধকালীন ভোর ৬টা থেকে রেল লাইনের নিরাপত্তায় ডিউটিরত থাকে। অগ্নিকান্ডকালীন সময়ে হরতাল-অবরোধের আওতাবিহীন থাকায় আনসার সদস্যদের কোনো ডিউটি ছিল না বলে জানান তিনি। সরিষাবাড়ীর সিনিয়র ফায়ার স্টেশন অফিসার রুহুল আমীন জানান, সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় আন্তঃনগর যমুনা এক্সপ্রেসে ট্রেনের ২টি বগিতে দুর্বৃত্তদের দেওয়া আগুন নিভাতে ১৭ সদস্য কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ট্রেনের খণ্ডবগির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

শ্রীপুরে বিদ্যালয়ে আগুন: শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ৩টায় উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বহর আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল করিম। প্রধান শিক্ষক জানান, রাত ৩টায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটায়। পরে ফজরের নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা টের পেয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় একটি শ্রেণিকক্ষের বেঞ্চ ও ২টি ফ্যান পুড়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি তাৎক্ষণিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন জানান, কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ে আগুনের বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

দেশের বিভিন্ন স্থানে আগুন: ফেনী প্রতিনিধি জানান, ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফেনী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুনভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আগুন লাগার খবর পান এবং ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে যায় এবং ভেতরে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় হাঁস বোঝাই একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা বলে অভিযোগ পিকআপ ভ্যানের মানিকের। ঘটনাটি শনিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চিরাং রোডে কাচারির সামনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে পিকআপ ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। সেই সঙ্গে প্রায় শতাধিক হাঁস অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে বলেও জানা যায়।

পিকআপভ্যানের মালিক কেন্দুয়া পৌরসভার কান্দিউড়া গ্রামের মনসুর মিয়া জানান, পিকআপটি রাতে বারহাট্টা উপজেলা থেকে ৭ শতাধিক হাঁস নিয়ে কেন্দুয়া উপজেলার গগডা গ্রামে যাবার পথে কেন্দুয়ার চিরাং রোডে কাচারির সামনে গেলে একদল বিএনপি নেতাকর্মী পিকআপের গতি রোধ করে। এসময় গাড়ি চালক গতি রোধকারীদের বলে এপিক আপটি কেন্দুয়ার এতে হাঁস রয়েছে। তারপরেও তাতে বিএনপি নেতাকর্মীরা আগুন লাগিয়ে দেয়। এসময় চালক ও তার সহকারী কোনো রকমে বাইরে বের হলেও পিকআপ ভ্যানটি পুড়ে ছাই হয়ে যায় এবং পিকআপটি থাকা ৭ শতাধিক হাঁসের মধ্যে প্রায় শতাধিক হাঁস অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। বা কেউ গ্রেপ্তার হননি। তবে ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় চলন্ত যাত্রীবাহী কয়েকটি বাস-ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত গতিতে যানবাহনগুলো ঘটনাস্থল ত্যাগ করায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। মিরসরাই সদর এলাকায় বসবাস করেন এমন একজন নাম পরিচয় প্রকাশ না করা শর্তে জানান, কয়েকজন দুর্বৃত্ত আগুন দেওয়ার চেষ্টা করে। যানবাহনগুলো চলন্ত অবস্থায় থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, গাড়িতে আগুন দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। অন্য এলাকার একটি ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে রটনা করছে। মূলত ঘটনাস্থলে কিছু দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ এবং স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা সরে পড়ে।’

নাটোর প্রতিনিধি জানান, হরতাল শুরুর আগেই রবিবার মধ্যরাতে শহরের ভবানীগঞ্জ মোড়ে দাঁড়িয়ে থাকা মুক্তিসেনা পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে বাসের ভেতরের অংশ পুড়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে ১৫ ঘণ্টার ব্যবধানেই ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে গতকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় গাজীপুরে বাসে আগুন লাগায় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, ঢাকা সিটিতে পাঁচটি, গাজীপুরে একটি রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া ও জয়পুরহাট) তিনটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী ও কুমিল্লা) দুটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় সাতটি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি সিএনজি, একটি পিকআপ ভ্যান, একটি ট্রেনের তিন বগি পুড়ে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট ও ১০৭ জন কর্মী কাজ করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close