নিজস্ব প্রতিবেদক

  ১৭ নভেম্বর, ২০২৩

বিদ্যালয়, ট্রেনেও দুর্বৃত্তের আগুন

* তফসিল ঘোষণার পর ১৮ অগ্নিসংযোগ * ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে গাড়ি পোড়ানো থামছেই না। গত ২৮ অক্টোবর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ১৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এবার পুড়েছে ট্রেন এমনকি বিদ্যালয়ও। তবে ঢাকায় আগুনের সংবাদ পাওয়া যায়নি। এসব ঘটনার মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৭টার পর সিলেটের শাহপরানে লেগুনায়, বগুড়ায় কাভার্ডভ্যানে, দোহারে ট্রাকে, চট্টগ্রামের খুলশীতে দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া বগুড়ার শেরপুরে ট্রাকে, ঝালকাঠিতে লেগুনায়, বগুড়া সদরে ট্রাকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিনি ট্রাকে, গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে দুটি বাহনে, টাঙ্গাইলে কমিউটার ট্রেনে, চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকে ও ঝালকাঠিতে লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। বিস্তারিত জানিয়েছেন প্রতিদিনের সংবাদের প্রতিনিধিরা।

মানিকগঞ্জ : ঘিওর উপজেলার ১৫নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ভোরে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। বিদ্যালয়ের নৈশপ্রহরী মাসুদ মিয়া জানান, সারা রাত বিদ্যালয় পাহারা দিয়ে ফজরের আজানের পর ঘুমাতে যাই। কিন্তু হঠাৎ করে বিদ্যালয়ের ভেতরে আগুনের ধোঁয়া আসতে দেখে বারান্দায় বের হন। দেখি বিদ্যালয়ের বারান্দায় থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার আগুনে পুড়ছে। পরে আগুন নিভিয়ে প্রধান শিক্ষককে খবর দেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে এসে দেখি কয়েকটটি প্লাস্টিকের চেয়ার ও বেশ কয়েকটি চিত্রাঙ্কন পুড়ে গেছে। ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

টাঙ্গাইল : টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে গতকাল ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্টেশন সূত্রে জানা গেছে, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে সিসি ক্যামেরার আওতায় বাইরে ছিল।

ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, ট্রেনের দুটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরো একটি বগি আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে আগুন লাগেনি।

বগুড়া : তফসিল ঘোষণার পর বগুড়া শহর ও শাজাহানপুরে ককটেল বিস্ফোরণসহ ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার রাতে শহরের তালতলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের সামনে কনটেইনারবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

লরির চালক বদি আলম বলেন, চট্টগ্রাম থেকে খালি লরি নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলাম। পথে তালতলা এলাকায় পৌঁছালে দেড় শতাধিক দুর্বৃত্ত প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে লরি থামালে তারা মশাল দিয়ে আগুন লাগিয়ে দেয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, ককটেল বিস্ফোরণ, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

গাজীপুরে দুটি মিনিবাসে আগুন : কালিয়াকৈর ও শ্রীপুরে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল কালিয়াকৈরে তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে এবং বুধবার রাতে শ্রীপুরের জৈনাবাজারে একই পরিবহনের আরেকটি মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে উপজেলা সফিপুর এলাকায় গতকাল ভোরে তাকওয়া পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে, চালক রাসেল মিয়া প্রতিদিনের মতো তাকওয়া পরিবহন চন্দ্রা থেকে গাজীপুরের যাত্রী বহন শেষে রাত ১১টা দিকে সফিপুর ইবনে সিনা ফার্মাসিটিক্যাল পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বন্ধ করে রেখে চলে যায় ।

ভোররাতে ৪-৫ জন যুবক পরিবহনে আগুন দিয়ে পালিয়ে যায়। ততক্ষণে পরিবহনটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

কালিয়াকৈর অধীনস্থ মৌচাক পুলিশ ফাঁড়ি উপপরিদশক সাইফুর রহমান মুন্সী জানান, দুর্বৃত্তদের শনাক্ত করার ও আটক করার চেষ্টা চলছে।

এদিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় বুধবার রাত ১২টার দিকে একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মিনিবাসটির চালক মো. মাসুম বলেন, সারা দিন যাত্রী পরিবহন করে রাত সাড়ে ১১টার দিকে জৈনাবাজার এসে থামেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মিনিবাসটি রেখে সহকারীকে নিয়ে পাশের হোটেলে রাতের খাবার খেতে যান তিনি। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে এসে দেখেন মিনিবাসটিতে আগুন জ্বলছে।

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, কে বা কারা মিনিবাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জে গতকাল ভোরে কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগোর ঘটনা ঘটেছে। হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ এলাকায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের চাঁদপুর-লাকসাম রেলপথ সংলগ্ন স্থানে ছোট পিকআপ, কাভার্ডভ্যান, অটোরিকশা ও স্কুটারসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

ঝালকাঠি : বুধবার রাতে ঝালকাঠি সদর উপজেলায় কলেজ রোড এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে একটি লেগুনা। রাত সাড়ে ১২টার দিকে সমাজসেবা কার্যালয়ের সামনের সড়কে পার্কিং করা লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে লেগুনাটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে লেগুনাটি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে, সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ঢাকা ও আশপাশের জেলায় ৩২ এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯৭ প্লাটুনসহ সব মিলিয়ে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close