নিজস্ব প্রতিবেদক

  ১৬ নভেম্বর, ২০২৩

আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র

- পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, আমরা বারবারই বলে এসেছি যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দলের পক্ষে নেই। আসন্ন নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন পিটার হাস।

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস গতকাল যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সংলাপের আহ্বান-সম্পর্কিত চিঠি তুলে দেন ওবায়দুল কাদেরের হাতে। বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কাদের-পিটারের বৈঠক হয়। সচিবালয় থেকে বেরিয়ে পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। শর্তহীন একটি সংলাপ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে হাস বলেন, যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। নির্দিষ্ট কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য শর্তহীন সংলাপে বসার জন্য আমরা সব পক্ষের কাছে আহ্বান জানাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close