প্রতিদিনের সংবাদ ডেস্ক
নিউইয়র্ক সিটিতে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা

তুমুল ঝড়ের সঙ্গে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় নাকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। বন্যার পানিতে শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক তলিয়ে গেছে। লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল স্থানীয় সময় শুক্রবার বন্ধ রাখা হয়। এ অবস্থায় নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসি।
শুক্রবার শহরের বিভিন্ন স্থানে রাতভর ৮ ইঞ্চির (২০ সেন্টিমিটার) বেশি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বেশি হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় এখনো বৃষ্টি ঝরছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকুল সার্বিক পরিস্থিতিকে ভয়ংকর হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) তিনি লেখেন, বর্তমান পরিস্থিতিতে আমি নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা ঘোষণা করছি।
তিনি আরো লেখেন, দয়া করে নিরাপদ থাকার ব্যবস্থা নিন এবং পানিতে ডুবে যাওয়া রাস্তায় চলাফেরার চেষ্টা করবেন না। পানিতে ডুবে থাকার কারণে নিউইয়র্কের পুলিশ বিভাগ একাধিক রাস্তা বন্ধ করে দিয়েছে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটিও একান্ত জরুরি কাজ ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে অনুরোধ জানিয়েছে। তবে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, জরুরি প্রয়োজন মেটাতে অনেকে হাঁটুপানি আবার অনেকে কোমর সমান পানি ভেঙে চলাফেরা করছেন। অনেকে গাড়ি নিয়ে আটকা পড়েছেন কোমর সমান পানিতে।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস শহরের বাসিন্দাদের বাইরে বেরোনো নিয়ে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, আমাদের শহরের কিছু সাবওয়ে ডুবে রয়েছে। এমন পরিস্থিতিতে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া সম্ভব নয়।
বন্যায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে নগর কর্তৃপক্ষ জানায়, বন্যায় ডুবে যাওয়া একটি ভবনের বেসমেন্টে আটকে পড়া ছয়জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।
"