বদরুল আলম মজুমদার

  ০১ অক্টোবর, ২০২৩

মাঠ দখলের চূড়ান্ত প্রস্তুতি

তফসিল ঘোষণার আগেই ফয়সালা চায় বিএনপি

মাঠ দখলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। দলটি মনে করছে, এ সময়ের মধ্যে সরকারকে ফেলে দিতে হবে। তবে আওয়ামী লীগ বলছে, এ সময়ে বিএনপিকে তারা মঠেই দাঁড়াতে দেবে না।

সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আর এ কাউন্ট ডাউন চলবে নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত। সামনের এক মাস চলমান রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর সময় বলে মনে করা হচ্ছে। বিএনপি ও তার যুগপৎ আন্দোলনের শরিকরা মনে করছে, এ এক মাসের মধ্যেই সরকারকে ফেলে দিতে না পারলে সরকার তার পথেই এগিয়ে যাবে। তাদের অধীনে নির্বাচন ঠেকানো যাবে না। আর সরকারও মনে করছে, এ এক মাস বিএনপিকে মোকাবিলা করা গেলে তফসিল ঘোষণার পর আর আন্দোলন থাকবে না। তাই যেকোনো উপায়ে বিএনপিকে দমিয়ে রাখতে হবে। তবে এখানে মার্কিন ভিসানীতির একটি বড় ভূমিকা আছে। সরকারের পক্ষে বিরোধীদের ঠেকাতে পুলিশ কী ভূমিকা নেবে, তা নিয়ে সরকারি দল আওয়ামী লীগের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তাই তারা নিজেদের পুরো সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে থাকতে চায়। শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের কৌশল চূড়ান্ত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, এই ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেব না। সব জায়গা বঙ্গবন্ধুর সৈনিকদের দখলে থাকবে। শেখ হাসিনার কর্মীদের দখলে থাকবে। আর বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে দেশের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। দেশের স্বাধীনতাণ্ডসার্বভৌমত্ব থাকবে কিনা, গণতান্ত্রিক অধিকার থাকবে কিনা, জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে কিনা- সবকিছু নির্ভর করছে আগামী কয়েকটা দিনের ওপর। দুদিন আগে তিনি বলেছেন, সরকার কথা না শুনলে ফয়সালা রাজপথেই হবে।

খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য সরকারকে ৪৮ ঘণ্টার যে আলটিমেটাম দিয়েছিলেন তাও শেষ হয়ে গেছে। সরকার কোনো সাড়া দেয়নি। বিএনপি নেতারা বলছেন, এখন এসপার-ওসপার আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। আগামী ৫ অক্টোবর পর্যন্ত বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি আছে। তবে নতুন কর্মসূচি এর আগেই দেওয়া হতে পারে বলে জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, সরকারের পুতুল নির্বাচন কমিশন যেহেতু একটি পাতানো নির্বাচন করার জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করবে। তাই তার আগেই আমরা আন্দোলন যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাব। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

বিএনপি তার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে কর্মসূচি নিয়ে আগামী দুদিন বৈঠক করবে। বৈঠকে যেসব কর্মসূচির প্রস্তাব আসছে, সেগুলো নিয়ে সোমবার বিএনপির স্থায়ী কমিটি বৈঠক করবে। সেই বৈঠকেই কর্মসূচি চূড়ান্ত হবে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, আমরা সরকারের পাওয়ার লাইনে অচলাবস্থা সৃষ্টির মতো কর্মসূচি দেব। সরকারের ক্ষমতার উৎস জনগণের যে প্রতিষ্ঠানগুলো এখন দলীয় প্রতিষ্ঠানের মতো কাজ করছে, সেগুলোর কাজে একটা অচলাবস্থার সৃষ্টি করতে চাই। এজন্য অবরোধ, ঘেরাও এবং হরতালের মতো কর্মসূচি আমাদের বিবেচনায় আছে। তার কথায়, আমরা যদি রাজপথে চাপ বাড়াই, তাহলে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও সরকারের ওপর চাপ বাড়াবে। কারণ তারাও সুষ্ঠু নির্বাচন চান। আমরাও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি।

বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত ছাড়াও আরো অনেক ইসলামী দলের সঙ্গে তারা কথা বলছেন। যারা যুগপৎ দলের মধ্যে নেই তারাও মাঠে নামবে। তাদের মধ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলন অন্যতম। আর হেফাজতে ইসলামের নেতাদের আলাদা আলাদা দল আছে। তারা ওই দলীয় ব্যানারে হেফাজতের নেতাকর্মীদের নিয়ে মাঠে নামবেন। বিএনপির একটি সূত্র জানায়, ঢাকা অবরোধের মতো একটি কর্মসূচি থাকতে পারে। ওই কর্মসূচির টার্গেট হবে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় এনে ঢাকা অচল করে দেওয়া। তবে এ কর্মসূচি আগে প্রকাশ না করে নেতাকর্মীদের ঢাকায় এনে ঘোষণা করা হতে পারে।

যুগপৎ আন্দোলনের শরিক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এবারের আন্দোলনে এসপার-ওসপার কিছু একটা হবে। আর সেজন্য বিএনপির সঙ্গে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। হরতাল, অবরোধ, ঘেরাও সবই বিবেচনায় আছে। ঢাকা অবরোধের কর্মসূচিও আসতে পারে। তার কথায়, অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক চাপ আরো বাড়ছে। সরকার দুর্বল হয়ে পড়ছে। আর আমরা কঠিন কর্মসূচি দেব- যাতে সরকারের পতন হয়। এবার আর আমাদের গ্রেপ্তারের সময় পাবে না। তারা কীভাবে পালাবে সেই চিন্তা করতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। কিন্তু আমাদের ওপর আঘাত এলে এবার প্রতিরোধ করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close