মুন্সীগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুতে টোল হাজার কোটি টাকা ছাড়াল
স্বপ্নের পদ্মা সেতুতে যানবাহন থেকে টোল আদায়ের নতুন মাইলফলক তৈরি হয়েছে। ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংযোগ স্থাপনকারী এ সেতুতে টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত এশিয়ার অন্যতম দীর্ঘ এ সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা।
এ বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করছে এ সেতু দিয়ে। ফলে সেতুর উভয় প্রান্তে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলার উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে।
"