চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৯ জুন, ২০২৩

‘স্মার্টফোন থেকে দূরে ছিলাম’

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় জায়গা করে নেওয়া কুড়িগ্রামের চিলমারীর মেয়ে জেবা ফাতেমা জিনিয়া জানিয়েছেন, তার সাফল্যের পেছনে অন্যতম কারণ ছিল, তিনি স্মার্টফোন থেকে দূরে ছিলেন আর সময়ের অপচয় করতেন না। জিনিয়া কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের শরিফেরহাট এলাকার মো. জিন্নাতুল ইসলাম ও মোছা. ফরিদা ইয়াসমিন দম্পতির সন্তান, দুই ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তারা বাবা-মা উভয়েই শিক্ষক।

জিনিয়া ২০২২-২৩ সেশনে ভর্তি পরীক্ষায় গুচ্ছতে মেধা তালিকায় ৮১তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’-ইউনিটে ২৬তম, ‘বি’-ইউনিটে ৩৬তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এ’-ইউনিটে ২০তম ও ‘বি’-ইউনিটে ৯৫তম স্থান অধিকার করে এবং বিইউপিতে আইন ও অর্থনীতি বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

তিনি সৈয়দপুর ক?্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ ৫.০০ (এ+) পেয়ে এইচএসসি পাস করেন।

ঢাবিতে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে জেবা ফাতেমা জিনিয়া বলেন, আমি স্মার্টফোন থেকে একটু দূরে ছিলাম, সময়ের অপচয় কম করেছি। মা-বাবাসহ সবার দোয়ায় আজ আমার এ সাফল্য। সুযোগ হলে আমি ঢাবিতে আইন বিষয়ে পড়তে চাই।

জিনিয়ার মা ফরিদা ইয়াসমিন জানান, ছোটবেলা থেকেই সে পড়াশোনায় ভালো ছিল। তাকে আলাদা করে চাপ দেওয়া হয়নি। মেয়ের এখন যেখানে ভালো লাগবে সে সেখানে যাবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়তে চায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close