নিজস্ব প্রতিবেদক
জি এম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রবিবার (৪ জুন) বিকেল ৩টার পরে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকে বসেন তারা। শেষ হয় বিকেল ৪টা ৫৫ মিনিটে। বৈঠকে জি এম কাদের ছাড়াও জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা গণমাধ্যমকে বলেন, ‘এটি নরমাল একটি মিটিং ছিল। তিনি আমাদের ডেকেছেন, আমরা গিয়েছিলাম। সাক্ষাতে নরমাল কথাবার্তা হয়েছে।’ নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মাসরুর মওলা বলেন, ‘নির্বাচন প্রসঙ্গে তো আলোচনা হয়েছে। তিনি (পিটার হাস) জানতে চেয়েছেন আমরা (জাতীয় পার্টি) এককভাবে নির্বাচন করব না কি, জোটবদ্ধভাবে করব। আমরা আমাদের বিষয়টি তাকে জানিয়েছি।’
এদিকে অন্য এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ‘বাকশালের আদলে দেশ চালাচ্ছে ‘আওয়ামী লীগ প্লাস’। আওয়ামী লীগের প্রধান যারা, তারা এখন ‘আওয়ামী লীগ প্লাস’ পরিচালনা করছেন। আওয়ামী লীগ প্লাসের মধ্যে আওয়ামী লীগ, প্রশাসন, পুলিশ, প্রতিরক্ষা বাহিনীসহ সবাই। কয়েক দিন আগে আওয়ামী লীগের এক শিক্ষিত ও মার্জিত নেতা যেভাবে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন, তাতে মনে হচ্ছে- বিচার বিভাগও আওয়ামী লীগ প্লাসের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।’ রবিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে কয়েকজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘যে কাঠামোতে বাকশাল তৈরি করা হয়েছিল, ঠিক তেমন করেই আওয়ামী লীগ প্লাস সৃষ্টি করা হয়েছে। সংবিধান সংশোধন করে বাকশাল করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ প্লাস আইনগতভাবে করা হয়নি। যেমন বাকশালের জন্য কিছু আইন করা হয়েছিল, যা আওয়ামী লীগ প্লাসের জন্য নেই। তাছাড়া সব সংস্থাই ওই দলের সদস্যের মতো কাজ করছে। তারা যাকে যেখানে কাজ করতে বলবেন, সে সেখানেই কাজ করবেন। অথবা যাকে নির্বাচন করতে বলবেন তিনি নির্বাচিত হবেন। এভাবেই আওয়ামী লীগ প্লাস একটি দল দাঁড়িয়ে গেছে।’
"