নিজস্ব প্রতিবেদক

  ১৪ মার্চ, ২০২৩

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আগুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের তেজকুনিপাড়া হেপি হোমসের কাছে রুলিং মিল পাশে কাঠের তৈরি একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট। সোমবার (১৩ মার্চ) রাত ৭টা ৫৩ মিনিটে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরো আটটি ইউনিট। প্রত্যক্ষদর্শী মো ইউসুফ জানান, একটি কাঠের বড় ঘর যেখানে শতাধিক পরিবার বাস করত। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে আসে। তবে কাঠের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। এদিকে আগুন লাগার খবর পেয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের অফিস বন্ধ করে দেওয়া হয়। গতকাল রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close