নিজস্ব প্রতিবেদক
ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনের বিকল্প নেই
ওবায়দুল কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারত্বমূলক হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। আমাদের গণতন্ত্র আমরাই চালাব। কারো ফরমায়েশিতে দেশের গণতন্ত্র চলবে না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনের বিকল্প নেই।
রবিবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের ১৬তম সভা শেষে তিনি এ সব কথা করেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঢাকা শহরে সড়ক পরিবহন-সংশ্লিষ্ট প্রকল্পের করণীয় বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামকে সভাপতি করে সড়ক পরিবহন, ঢাকা দক্ষিণ, উত্তর সিটি করপোরেশন, রাজউক, পানি উন্নয়ন বোর্ড, নৌপরিবহন মন্ত্রণালয়, ডিএমপি কমিশনার ও ডিটিসিএ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি করেছি আরো ভালোভাবে সমন্বয় করার জন্য।
ওবায়দুল কাদের আরো বলেন, বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ি দেখে থাকি। বর্ষা মৌসুম শুরুর আগে নির্মাণকাজ শেষ করতে হবে। রাস্তা কাটাকাটি করতে হলে সিটি করপোরেশনকে জানাতে হবে। যার যে প্রকল্প আছে সেটাও সিটি করপোরেশনকে জানাতে হবে। ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্লক পরিবেশবান্ধব, সে কারণে এ ব্যবস্থাটা জরুরি হয়ে পড়েছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চারটি বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিমতলী বস্তির জায়গা হস্তান্তরের বিষয়টি সাব-কমিটির আলোচ্যসূচির মধ্যে থাকবে।
এ সময় বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কবে সম্মেলন হয়েছে ফখরুল সাহেবের কী মনে আছে? আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ।
মন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতির ফল ভোগ করছি আমরা। আমাদের কোনো দোষ নেই। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।
"