জাহিদ আকন

  ২৭ নভেম্বর, ২০২২

সাক্ষাৎকার: মাইনু মারমা

‘এবার হেক্সা মিশন সফল হবে’

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়ক মাইনু মারমা। বর্তমানে উত্তরা এফসির হয়ে খেলছেন। বিশ্বকাপে তার প্রিয় দল ব্রাজিল। ব্রাজিলের প্রথম ম্যাচ জয়ে তিনি ভীষণ খুশি। তার প্রবল বিশ্বাস শিরোপা এবার সেলেসাওরা ঘুরে তুলবে। বিশ্বকাপ নিয়ে তার ভাবনার কথা শুনেছেন- মনিরুল ইসলাম

প্রশ্ন : কার খেলা দেখে ব্রাজিলকে সমর্থন করেন?

মাইনু মারমা : কাকা, রোনালদিনহো এদের খেলা দেখে ব্রাজিলকে সমর্থন করি। এখন নেইমারের খেলা খুব ভালো লাগে।

প্রশ্ন : কত সালে থেকে ব্রাজিলকে সমর্থন করেন?

মাইনু মারমা : ঠিক মনে নেই। তবে, কাকা যখন ফর্মের তুঙ্গে ছিলেন তখন থেকে ব্রাজিল করি। সেসময় আমি খুব ছোট ছিলাম।

প্রশ্ন : প্রথম ম্যাচে চিরবৈরী আর্জেন্টিনা সৌদির সঙ্গে হেরে যায়। আর ব্রাজিল জয় দিয়ে দারুণ সূচনা করল। নিশ্চয়ই আনন্দিত?

মাইনু মারমা : নিজের প্রিয় টিম জিতলে তো অবশ্যই ভালো লাগবে।

প্রশ্ন : ব্রাজিল পারবে এবার তাদের হেক্সা (যষ্ঠ শিরোপা) সফল করতে?

মাইনু মারমা : সার্বিয়ার সঙ্গে যেভাবে ছন্দময় ফুটবল খেলেছিল সে ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে তাহলে আশাবাদী।

প্রশ্ন : দলের নিবেদিতপ্রাণ নেইমারের ইনজুরি কোনো প্রভাব ফেলবে?

মাইনু মারমা : প্রভাব পড়ার কথা না। কারণ, ব্রাজিল এবার একক কোনো ফুটবলারের ওপর নির্ভরশীল না। সবাই সমান।

প্রশ্ন : এবার আর কোন কোন দলকে শিরোপার দাবিদার মনে করেন?

মাইনু মারমা : আমি আর কাউকে শিরোপার দাবিদার মনে করি না। হা হা হা...

প্রশ্ন : আপনার স্বামী কোন দল করেন?

মাইনু মারমা : তিনি ব্রাজিল করেন। আমার মেয়েও। আমাদের পুরো পরিবারটাই ব্রাজিলকে সমর্থন করি।

প্রশ্ন : তাহলে তো ফুটবলকে ঘিরে আপনাদের দাম্পত্যজীবনে কোনো খুনসুটি হয় না?

মাইনু মারমা : না। আমরা মিলেমিশে আছি। ভাগ্য ভালো দুজন এক দলের সমর্থক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close