todays-newspaper/first-page

নিজস্ব প্রতিবেদক

  ২৩ নভেম্বর, ২০২২

বিএনপির এক দফা আন্দোলন ১০ ডিসেম্বর শুরু

মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনে আগামী ১০ ডিসেম্বর থেকে বিএনপির এক দফা আন্দোলন শুরু হবে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়ার প্রাণহানির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। বিকেল ৩টায় শুরু হওয়া সমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন দক্ষিণ ও উত্তর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close