নিজস্ব প্রতিবেদক

  ২১ নভেম্বর, ২০২২

মৃত্যুহীন দিনে শনাক্ত ২৪

দেশে ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। তবে এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। রবিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্তদের মধ্যে ২২ জন ঢাকা বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের।

এ নিয়ে ২০ লাখ ৩৬ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ১৯৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৮৪ হাজার ৭৯৭ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close