নিজস্ব প্রতিবেদক

  ২৯ সেপ্টেম্বর, ২০২২

বিশ্ব হার্ট দিবস আজ

হৃদরোগ ঠেকাতে চিকিৎসা নিশ্চিত করার দাবি

আজ বিশ্ব হার্ট দিবস। হৃদরোগে আক্রান্ত এবং মৃত্যু বেড়েই চলেছে। বিশ্বে এই রোগে বছরে প্রায় এক কোটি ৭০ লাখ লোক মারা যায়। উন্নত আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, অস্বাস্থ্যকর জীবনাভ্যাস, অসচেতনতা- এসব কারণে হৃদরোগ শুধু বড়দের নয়, এখন তরুণ এমনকি শিশুদেরও হচ্ছে। এই অবস্থায় উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি মোকাবিলায় কমিউনিটি ক্লিনিক পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি উঠছে।

‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে এ দাবি জানান জনস্বাস্থ্য ও হৃদরোগ বিশেষজ্ঞরা। ‘বিশ্ব হার্ট দিবস ২০২২’ উপলক্ষে এই আয়োজনে সহযোগিতা করেছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ইউজ হার্ট ফর এভরি হার্ট’।

ওয়েবিনার থেকে জানানো হয়, বাংলাদেশে বছরে ২ লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগে মৃত্যুবরণ করেন, যার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। বাংলাদেশে প্রতি পাঁচ প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। উচ্চ রক্তচাপের চিকিৎসা করা না হলে বুকে ব্যথা বা অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইল এবং হার্ট বিট অনিয়মিত হওয়ার আশঙ্কা থাকে। আশঙ্কার বিষয় হলো- সাম্প্রতিক সময়ে দেশে তরুণদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার উচ্চ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী উচ্চ রক্তচাপ বিষয়ে গণসচেতনতা তৈরি এবং সব কমিউনিটি ক্লিনিকে রক্তচাপ পরীক্ষা ও উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন এ খাতে সরকারের বাজেট বাড়ানো।

ওয়েবিনারে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর ডা. মাসুদ রেজা কবির বলেন, এরই মধ্যে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে উচ্চ রক্তচাপের চিকিৎসাসেবা শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যে দেশের সব কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রজ্ঞার কো-অর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভার সঞ্চালনায় ওই ওয়েবিনারে আলোচক ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, জিএইচআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রাম ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. শামীম জুবায়ের এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের।

এদিকে, বিশেষ এ দিবসে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল (ইউএমসিএইচ) কার্ডিওভাসকুলার ডিজিজ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করছে ফ্রি স্বাস্থ্যসেবা তথা হেলথ ক্যাম্প। ক্যাম্পে আসা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেশন পাবেন ফ্রি, থাকছে সব টেস্টের ওপর ৩৫ শতাংশ ছাড়। এছাড়া হৃদরোগের উচ্চ ঝুঁকিতে কারা আছেন, মানুষ সাধারণত কী ধরণের ভুল করে থাকে, কখন সার্জারির প্রয়োজন হয়, হৃদরোগের সচেতনতায় কী করণীয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ পেতে https://umchltd.com/packages/view/9 ভিজিট করতে পারেন।

হেলথ ক্যাম্পে রুগী দেখবেন অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম মামুনুর রহমান, ডা. আশরাফুল হক সিয়াম, ডা. এম এ হাসনাত, ডা. শরদিন্দু শেখর রায়, অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, ডা. মোহনা জামান ও ডা. সানিয়া হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close