প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ সেপ্টেম্বর, ২০২২

দুর্গাপূজার প্রস্তুতি

দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা অব্যাহত। সেখানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেবীর আগমনী বার্তা পৌঁছে দেওয়ার জন্য চণ্ডীপাঠ ও ভক্তিমূলক সংগীতের মাধ্যমে উদযাপিত হয়েছে শুভ মহালয়া। প্রতিনিধিদের পাঠানো খবর :

তাড়াশ (সিরাজগঞ্জ) : চন্ডীপাঠ এবং ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীশ্রী রাঁধা গোবিন্দ মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করে মহালয়ার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে শিল্পীদের ব্যস্ততা বেড়েছে। উপজেলার পৌর এলাকার ঘোষগাতী মহল্লার পালবাড়ীর প্রদীপ চন্দ্র পালের পরিবার বংশপরম্পরায় দুর্গাপূজার প্রতিমা তৈরি করে আসছেন। ওই বাড়ির গৃহবধূ শিল্পী রানী পাল প্রতিমা তৈরি ও পরিবারের অন্যদের এ কাজে সাহায্য করছেন। এবারে বিভিন্ন এলাকার ২৭টি মন্ডপের প্রতিমা তৈরি করছে প্রদীপ চন্দ্র পালের পরিবার। উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ বলেন, পৌরসভা এলাকায় ৩০টি মন্ডপে দুর্গাপূজা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উজ্জল হোসেন বলেন, উপজেলায় এবারে ৯৩টি মন্ডপে দুর্গাপূজা হবে। প্রতিটি পূজামন্ডপের জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে মোট সাড়ে ৪৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

ধনবাড়ী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ধনবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধনবাড়ী উপজেলা হলরুমে উপজেলার নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁন মিয়া প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এবার ১৪৯ মন্দিরে দুর্গোৎসব উদযাপিত হবে। রবিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি কমিটির সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৩৫টি পূজামন্ডপের অনুকূলে ৫০০ কেজি হারে প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বিতরণ ও মতবিনিময় সভা, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার ৩০টি দুর্গামন্ডপ কমিটির নেতাদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুসফিকুল আলম হালিম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে শুভ মহালায়া উপলক্ষে ‘তারুণ্যের আলো সাংস্কৃতিক একাডেমী’র আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রবিবার ( ২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের শিববাড়ি মন্দির চত্বরে ‘মহিষাসুরমুর্দিনী’ শিরোনামে ওই অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উওরপাড়া সেবা সংঘ শিববাড়ি মন্দির ও মুক্তারপাড়া জাগরণী ক্লাব। বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close