নিজস্ব প্রতিবেদক

  ২৩ সেপ্টেম্বর, ২০২২

এক মৃত্যু, শনাক্ত ১৪.১৩ শতাংশ

গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ এবং গত মঙ্গলবার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৬৫ জন ঢাকা বিভাগের, ১৭ জন ময়মনসিংহ বিভাগের, ২৬ জন চট্টগ্রাম বিভাগের, ৩৫ জন রাজশাহী বিভাগের, সাতজন রংপুর বিভাগের, সাতজন খুলনা বিভাগের, ১১ জন বরিশাল বিভাগের ও ১০ জন সিলেট বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২০ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছে ২৯ হাজার ৩৪৬ জন। দেশে গত আগস্টের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর থেকেই করোনা শনাক্তের হার ক্রমান্বয়ে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় করোনা আক্রান্ত ২৩৯ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close