নিজস্ব প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০২২

সংক্রমণ কমেছে মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। এ সময় সংক্রমণ কমেছে ১ দশমিক ১২ শতাংশ। রবিবার করোনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭২ শতাংশ। সোমবার তা কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬০ শতাংশে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, সোমবার ৫ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫২৭ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৮ হাজার ২১৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ। সোমবার সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৯৬ জন। শনাক্তের হার ১১ দশমিক ৭২ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ২৯ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close