নিজস্ব প্রতিবেদক

  ০৩ আগস্ট, ২০২২

তেল কম দেওয়ায় ৩ পেট্রল পাম্পকে জরিমানা

পরিমাপে তেল কম দেওয়ায় রাজধানীর কল্যাণপুরের সোহরাব ফিলিং স্টেশন পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। পাশাপাশি ওই এলাকার আরো দুটি পাম্পকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) অভিযান চালিয়ে ওই তিনটি পাম্পকে জরিমানা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এর আগে সোমবার (১ আগস্ট) মোটরসাইকেলে তেল কম দেওয়ার অভিযোগে কল্যাণপুরে সোহরাব পাম্পে ৮ ঘণ্টা অবস্থান করে প্রতিবাদ জানান মো. ইশতিয়াক নামে এক ব্যাংক কর্মকর্তা।

এর পরদিন সেখানে নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান চালায় বিএসটিআই। তাতে পরিমাপে কম দেওয়ার প্রমাণ মিলেছে। অন্যদিকে মঙ্গলবার সকালে তেল কম দেওয়ার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি অভিযোগ করেন ইশতিয়াক।

বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) রিয়াজুল হক বলেন, ‘সোহরাব ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই পাম্পের দুটি ডিজেল ডিস্পোজাল ইউনিটে পরিমাপ করে দেখা গেছে, তেল কম দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ওই এলাকার খালেক পাম্পেও দুটি অকটেন ও একটি ডিজেল ইউনিটে তেল কম দেওয়ায় প্রমাণ পাওয়া গেছে। সেখানে তিন লাখ টাকা এবং রহমান ফিলিং স্টেশনে একটি অকটেন ইউনিটে তেল কম পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনটি পাম্পকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।’

সোমবার সকালে কল্যাণপুরের সোহরাব পাম্প থেকে বাইকের জন্য ৫০০ টাকার অকটেন কেনেন ব্যাংক কর্মকর্তা ইশতিয়াক। এ সময় তাকে সঠিক পরিমাণে তেল দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তার অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় সকাল ১০টা থেকে সাদা কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে ওই পাম্পের সামনে অবস্থান নেন ইশতিয়াক। সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন।

দারুসসালাম থানা পুলিশের একটি দল সেখানে আসে। এ সময় পাম্প কর্তৃপক্ষ ওই ব্যাংক কর্মকর্তার কাছে ক্ষমা চান। পুলিশের পক্ষ থেকে তাকে ভোক্তা অধিকারে অভিযোগ জানাতে বলা হয়। পরে তিনি ভোক্তা অ?ধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। তার অ?ভিযোগ ভোক্তা অ?ধিকার সংরক্ষণ অ?ধিদপ্তর গ্রহণ করেছে।

এ বিষয়ে বৃহস্প?তিবার (৪ আগস্ট) অ?ভি?যোগকারী ইসতিয়াক এবং পেট্রল পাম্প কর্তৃপক্ষকে নি?য়ে শুনা?নির দিন ধার্য ক?রে?ছে ভোক্তা অ?ধিদপ্তর। শুনা?নি শে?ষে পরবর্তী ব্যবস্থা নে?বে অধিদপ্তর।

মঙ্গলবার (২ আগস্ট) ভোক্তা অ?ধিদপ্ত?রে ইসতিয়াক আহমেদের লিখিত অ?ভি?যোগ গ্রহণ করার পর সাংবা?দিকদের এ কথা ব?লেন সংস্থা?র মহাপ?রিচালক এ এইচ এম সফিকুজ্জামান। মহাপ?রিচালক ব?লেন, ‘মাপে তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরের সোহরাব পেট্রল পাম্পের সামনে ধর্মঘট করেন ইসতিয়াক। আমরা ওনা?কে ব?লি, ধর্মঘট প্রত্যাহার ক?রে অভি?যোগ ক?রেন। তি?নি এ?সে লি?খিত অ?ভি?যোগ ক?রে?ছেন। অ?ভি?যোগ নম্বর ৭ হাজার ৬৯৬। আমরা তার অ?ভি?যোগ গ্রহণ করেছি।’

স?ফিকুজ্জামা?ন বলেন, ‘যে?হেতু তিনি লি?খিত অ?ভি?যোগ ক?রে?ছেন পেট্রল পা?ম্পের বিরু?দ্ধে। আগামী বৃহস্প?তিবার তিনি আস?বেন, পাম্প কর্তৃপক্ষও আস?বে। দুই পক্ষের হিয়া?রিং বা শুনা?নি হ?বে। হিয়া?রিং ক?রে ওনার অ?ধিকার যতটুকু ক্ষুণœ হ?য়ে?ছে, সে অনুযায়ী ভোক্তা অধিদপ্ত?রের যে আইন আছে, সেই অনুযায়ী প্রা?তিষ্ঠা?নিক যে ব্যবস্থা, তা আমরা নেব।’

মঙ্গলবার বেলা সা?ড়ে ১১টায় ভোক্তা অ?ধিদপ্ত?রে অ?ভি?যোগ কর?তে আসেন ইসতিয়াক। প্রায় আধ ঘণ্টা সময় অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত তার অ?ভি?যোগ শো?নেন অ?ধিদপ্ত?রের সহকারী প?রিচালক (অ?ভি?যোগ) মুহাম্মদ হাসানুজ্জামান। সেখানে মা?পে তেল কম দেওয়ার বিষ?য়ে পেট্রল পাম্পের বিরু?দ্ধে লি?খিত অ?ভি?যোগ দেন ইসতিয়াক। প?রে সে?টি গ্রহণ ক?রেন অ?ধিদপ্ত?রের মহাপ?রিচালক এ এইচ এম স?ফিকুজ্জামা?ন।

অ?ভি?যোগকারী ইসতিয়াক ব?লেন, ‘আমার স?ঙ্গে যে অন্যায় হ?য়ে?ছে তার অ?ধিকার আদা?য়ে আমি প্রতিবাদ ক?রে?ছি। এর মাধ্যমে অন্তত ১০টা মানুষও য?দি স?চেতন হয়, সেটাই আমার চাওয়া ছিল। কো?নো আন্দোল?নের উদ্দে?শ্যে এটা ক?রি?নি। ভোক্তার প্রতি কৃতজ্ঞতা, তারা আমার অ?ভি?যোগ নি?য়ে?ছে।’

সোমবার বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ইসতিয়াক মাপে তেল কম দেওয়ার অভিযোগে আট ঘণ্টা ধ?রে কল্যাণপুরে ডিপোর সামনে অবস্থান নেন।

সেখা?নে অবস্থানরত অবস্থায় তি?নি ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে ভোক্তা অধিকারের কয়েকটি নম্বর দেওয়া হয়েছে। সেগুলোতে ফোন করলেও রিসিভ হয়নি।

সে প্রস?ঙ্গে ভোক্তার মহাপ?রিচালক বলেন, ‘স?ত্যিকার অর্থে আমা?দের ল?জি?স্টিক কিছু প্রবলেম আছে। এসব ক্ষে?ত্রে আমরা অত দূর এ?গোতে পা?রি?নি। তারপরও আমা?দের এক কর্মকর্তা দি?য়ে ওনা?কে ফোন করালাম, ওনা?কে রিকোয়েস্ট করেন অ?ভি?যোগ কর?লে এটার ব্যবস্থা হ?বে।’

‘সঠিক পরিমাণে তেল চাই’ প্লাকার্ড নিয়ে ওইদিন সার্ভিস স্টেশনের সামনে অবস্থান নেন শেখ ইসতিয়াক আহমেদ। বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা মাপে তেল কম দেওয়ার অভিযোগে ওইদিন বেলা ১১টায় সেখানে অবস্থান নেন। এ ঘটনায় সোমবার ইশতিয়াকের সঙ্গে যোগাযোগ করে ভোক্তা অধিদপ্তর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close