নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুলাই, ২০২২

মৃত্যু আরো ৪ শনাক্ত ১৭২৮

করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরো চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে আর ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৮ জনের। এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৮৯ শতাংশ হয়েছে; আগের দিন তা ১৬ দশমিক ৭৪ শতাংশ ছিল। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার ১০ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন প্রায় ১২ হাজার নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৯৮ জন রোগী শনাক্ত হয়েছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৮৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৫২৬ জন সেরে উঠেছে। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলো ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ২৭৪ জন ঢাকা বিভাগের, ৩৯ জন ময়মনসিংহ বিভাগের, ২২০ জন চট্টগ্রাম বিভাগের, ৩৩ জন রাজশাহী বিভাগের, ২২ জন রংপুর বিভাগের, ৫১ জন খুলনা বিভাগের, ৭২ জন বরিশাল বিভাগের, ১৭ জন সিলেট বিভাগের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close