নিজস্ব প্রতিবেদক

  ০৪ জুলাই, ২০২২

ঈদের সাত দিন বাইক চলাচলে নিষেধাজ্ঞা

ঈদের আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন- সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল করা যাবে না। ঢাকার মোটরসাইকেল ঢাকাতেই চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালেই চালাতে হবে। জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে পুলিশের অনুমতি নিক্ষয়ে যাওয়া যাবে। এ বিষক্ষয়ে সরকার প্রজ্ঞাপন জাক্ষরি করবে। গতকাল রবিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এর আগে বিকালে সচিবালয়ে আমিন উল্লাহ নুরীর সভাপক্ষতিক্ষত্বে সভা হয়।

সড়ক পরিবহন সচিব বক্ষলেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন- সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না।

সভার কার্যপত্রে বলা হয়েছে, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন যে জেলা থেকে গ্রহণ করা হয়েছে, ঈদের দিনসহ আগে ও পরে সাত দিন ওই জেলায় চলাচল সীমিত থাকবে।

তক্ষবে সভা সূত্র জাক্ষনিক্ষয়েক্ষছে, সভায় ঈদযাত্রায় মোটরসাইক্ষকেল নিক্ষষিক্ষদ্ধের প্রস্তাব উঠলেও তা অনুমোদন পায়নি। বরং ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচল নিরুৎসাহিত করার সিদ্ধান্ত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close