মারুফ আহমেদ, কুমিল্লা

  ২৮ মে, ২০২২

কুসিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু

নৌকার লড়াই হবে ঘড়ি-ঘোড়ার সঙ্গে

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরফানুল হক রিফাত। সদ্য সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজামউদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল হরিণ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রতীক গ্রহণ করেন দলের মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীক পেয়ে বলেন, বিগত বারগুলোর মতো এবারও আমিই বিজয়ের হাসি হাসব ইনশাআল্লাহ। প্রতীক পেয়ে স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার বলেন, ঘোড়া বিশ্বজয় করেছে। আমি কুমিল্লা জয় করব।

এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। প্রথমেই মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়। এরপর কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও প্রতীক পেয়েই প্রচারণা শুরু করেন। জুমার নামাজ শেষে অধিকাংশ প্রার্থীরা প্রচারণা শুরু করেন। নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে নগরীতে নির্বাচনী উৎসব শুরু হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। কুমিল্লা সিটির তৃতীয় এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন হবে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close