নিজস্ব প্রতিবেদক

  ২৪ মে, ২০২২

মৃত্যু আরো ২, নতুন শনাক্ত ৩১

দেশে করোনাভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে; আর ৩১ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মারা যাওয়া দুজনই পুরুষ ও ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, অন্যজনের ৬০ বছরের বেশি। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন নতুন রোগী

শনাক্ত হয়েছে। আগের দিন ২৯ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল অধিদপ্তর। রবিবার করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। তার আগের দিন একজনের মৃত্যু হয়েছিল এ ভাইরাসে। এর আগে টানা ৩০ দিন কোভিডে মৃত্যুহীন ছিল বাংলাদেশ।

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। একদিন আগে যা ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। মৃত্যুর মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৩০ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯৩ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন সেরে উঠলেন। নতুন শনাক্ত ৩১ রোগীর মধ্যে ২৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে দুজন এবং ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে একজন করে রোগী শনাক্ত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close