নিজস্ব প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০২২

শাবি উপাচার্যের অপসারণ চাইলেন জাপার সংসদ সদস্য

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অপসারণের দাবি জাতীয় সংসদে তুললেন জাতীয় পার্টির দুই সংসদ সদস্য।

গতকাল রবিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ও পীর ফজলুর রহমান উপাচার্যকে অপসারণের আহ্বান জানান।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকাণ্ড৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘১১ দিন ধরে শিক্ষার্থীরা অনশনে আছে। ১৬ জন এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। কিন্তু কারো টনক নড়ছে না। শুনলাম আজকে শিক্ষামন্ত্রী আসছেন, বলছিলেন, তোমরা তোমাদের দাবি-দাওয়া রেখে ঢাকায় আস, আমার সঙ্গে আলোচনা করতে। আমরা সবাই ছাত্র আন্দোলন করে এসেছি। আন্দোলনের মাঠ ছেড়ে কখনো কোনো ছাত্র দেখা করতে ঢাকায় আসবে না, এটা আমরা জানি। মন্ত্রীর উচিত ছিল ডাবল মাস্ক পরে ওখানে যাওয়া।’

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘মোনায়েম খান বহুবার আমাদের বঙ্গভবনে ডেকেছেন। আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা কখনো আন্দোলন করতে গিয়ে বঙ্গভবনে দাওয়াত খেতে যাইনি। ছাত্ররা কেন আসবে আপনার কাছে?’

এ দেশে প্রতিটি ছাত্র আন্দোলন যৌক্তিকভাবে হয়েছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘ভাইস চ্যান্সেলর এমন কোনো স্থায়ী পদ না যে, তারা চলে গেলে ওই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। বুঝতে হবে ভাইস চ্যান্সেলরের ওপর ছাত্রদের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। কোনো ভালোবাসা নেই, শ্রদ্ধাবোধ নেই। থাকা উচিতও না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close