নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০২২

কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিইনি : আইভী

সবার জন্য সমানভাবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে নৌকার প্রার্থী এ কথা বলেন।

আইভী বলেন, ‘আমার আসলে বলার কিছু নেই। আমি ১৮ বছর ধরে আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে কথা বলছি। আমি কি কখনো মিথ্যা কথা বলেছি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি, আমি কি দখলবাজি করেছি? সব ধর্মের জন্য সমানভাবে কাজ করেছি।’

নৌকার মেয়র প্রার্থী বলেন, ‘আপনাদের কাছে এসে মিথ্যা কথা বলছে যে, এই র‌্যালি বাগান আমি তুলে দেব- এটা কি সঠিক? আমার বাবা আপনাদের সঙ্গে রাজনীতি করেছেন। আমার স্কুল জীবন এখানে কেটেছে। আমরা এখানেই থাকতাম।’

আইভী বলেন, ‘আপনারা দেখেছেন ঋষিপাড়ায় আমরা তিনটা বিল্ডিং করছি দশতলা করে। অনেকেই তো জানেন ঋষিপাড়া বস্তি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আট একর জায়গাজুড়ে অবস্থিত। আমিতো সেই বস্তি তুলে দেইনি। আমি আঠারো বছর ধরে এই শহরে। তাহলে আমার বিরুদ্ধে নির্বাচন আসলেই যারা মিথ্যা কথা বলে তাদের কখনো বরদাস্ত করবেন না। সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।’

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর মধ্যে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসার পর শামীম ওসমান সংবাদ সম্মেলন করে তার অবস্থান পরিষ্কার করেছেন এবং বলেছেন, তিনি নৌকার লোক, নৌকার পক্ষেই আছেন। কিন্তু ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সে (শামীম ওসমান) তো নৌকার লোক, নৌকা ছাড়া যাবে কোথায়?

শামীম ওসমান আপনার সঙ্গে আছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী এ কথা বলেন।

তবে এ সময় আইভী বিরক্তি প্রকাশ করে বলেন, আপনারা এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন? আরো তো অনেক বিষয় আছে, সেগুলো বলেন।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় আছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১১ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৬ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close