নিজস্ব প্রতিবেদক

  ২৩ নভেম্বর, ২০২১

বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

বাসে হাফ ভাড়া করার দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ট ও সায়েন্সল্যাব মোড়ে গতকালও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার মোহাম্মদপুরে সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা সব বাসে শিক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত ভাড়াকে ‘হাফ পাস’ করার দাবি জানিয়েছে। এদিকে সায়েন্সল্যাব মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থী।

হাফ পাস করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘তারা বাসভাড়া হাফ দিতে গেলে বাসের হেলপার-চালকরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। অনেক সময় ছাত্রীদের সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করে তখন তারা লজ্জায় মুখ খুলে বলতে পারেন না। তারা চায় শিক্ষার্থীরা যাতায়াতের জন্য বাসভাড়া যেন হাফ পাস করে দেওয়া হয়।’ লালমাটিয়া গার্লস কলেজের শিক্ষার্থী তামান্না ইসলাম অমি বলেন, ‘আমাদের একটাই দাবি বাসভাড়া হাফ পাস করে দেওয়া হোক। কেননা, আমাদের স্কুল-কলেজে যাতায়াতের জন্য হাফ পাস জরুরি। অনেক শিক্ষার্থীকে দেখা যায় ভাড়া না থাকায় স্কুল-কলেজে আসতে পারেন না। আমাদের হাফ পাস করে দিলে আমরা নির্দ্বিধায় স্কুল-কলেজে আসতে পারব।’

মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হাসান বলেন, ‘আমরা শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া দিতে গেলে বাসের হেলপার-চালকরা নানা রকম গালাগাল করে। বিশেষ করে ছাত্রীরা যখন হাফ ভাড়া দিতে যান তখন বাসের হেলপাররা সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করে। অনেক বাসের হেলপাররা মেয়েদের শরীরে হাত দেয়।’

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘শিক্ষার্থীদের জন্য প্রতিটি বাসে যেন হাফ ভাড়া নেওয়া হয় সেই নিশ্চয়তা আমাদের দিতে হবে। পাশাপাশি বাসের হেলপার ও চালকদের দ্বারা ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার বন্ধে সব ধরনের আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাছুদুল আলম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের শান্ত করে দ্রুত এই স্থান ফাঁকা করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close