রাজবাড়ী প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২১

বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া উপজেলার সীমানায় পদ্মা নদীতে মৎস্যজীবী বিকাশ হালদারের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ঢাই মাছ। গতকাল শনিবার ভোরে দৌলতদিয়ায় ৭নং ফেরিঘাটে চর-কর্নেশনার হাজীগঞ্জ এলাকায় মাছটি ধরা পড়ে। জানা গেছে, মৎস্য ব্যবসায়ী বিকাশ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। তখন সেখানকার স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয়রা জানিয়েছেন, পদ্মার ঘোলা পানিতে মূলত ঢাই মাছের আবাস থাকলেও বর্তমানে তা বিলুপ্তপ্রায়। আগের পদ্মার ‘ভরা যৌবনে’ প্রায়ই এই মাছ পাওয়া যেত। বর্তমানে মাঝে মধ্যে এর দেখা পাওয়া যায়। মাছটি এখন নতুন প্রজন্মের মানষ চিনেই না। এটি এখন বিলুপ্ত প্রায় প্রজাতির মাছ। শাকিল-সোহান মৎস্য দোকানের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। এ সময় বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ দেখে সর্বোচ্চ দামে মাছটি কিনে নিয়েছি। তিনি আরো জানান, মাছটি তিনি কেজিতে ১০০ টাকা লাভ করে ঢাকার কাঁচপুরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ঢাই মাছ প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে পদ্মায় মাঝে মধ্যে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। মাছটি কীভাবে রক্ষা করা যায়, সেটি নিয়ে গবেষণা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close