বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০২১

ডাকাতি মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতিসহ ৯ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। উপজেলার গ-ামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় গত বুধবার রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত মো. আলমগীর (৪৫) একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাশেম বলিরবাড়ি এলাকার মৃত আলী আহমদের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করলে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ২টি রামদা, ১টি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থলে বাঁশখালী থানা-পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

র‌্যাব-৭ চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক নুরুল আবসার জানান, র‌্যাবের একটি দল গ-ামারা এলাকায় টহল দিচ্ছিল। হঠাৎই তাদের লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। আত্মরক্ষায় র‌্যাব সদস্যরাও গুলি ছোড়েন। সেখানে আলমগীরের মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close