নিজস্ব প্রতিবেদক

  ১০ অক্টোবর, ২০২১

জাপার নতুন মহাসচিব চুন্নু

মহাসচিব পদ নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিতে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। ২ বছরেরও বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করা জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে পার্টির নতুন মহাসচিব করল দলটির নীতিনির্ধারক ফোরাম।

জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের গতকাল শনিবার সাংগঠনিক আদেশে চুন্নুকে মহাসচিব নিয়োগ দেন। গত ২ অক্টোবর দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যু হয়। নিয়োগ পাওয়ার পর বিকালে মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, আমার দায়িত্ব হলো, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য হন মুজিবুল হক চুন্নু। মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close