উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

‘আরসা’ সন্দেহে ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য সন্দেহে পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত শুক্রবার মধ্যরাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুতুপালং ক্যাম্পের ব্লক-জি/১৪-এর সাব-মাঝি মো. খালেদ হোসেন, ক্যাম্প-১/ইস্টের মাস্টার সৈয়দ আমিন, ক্যাম্প-১/ইস্টের ব্লক-জি/১১-এর মো. শাকের, ক্যাম্প-১/ইস্টের ব্লক-বি/৩-এর মোহাম্মদ কলিম এবং ক্যাম্প-১/ইস্টের ব্লক-ডি/৫-এর মো. ইলিয়াস। গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ খুনের ঘটনায় তার ভাইসহ সাধারণ রোহিঙ্গারা আরসার সদস্যদের দায়ী করে আসছেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, আটক ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিল। আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close