নিজস্ব প্রতিবেদক

  ১৪ সেপ্টেম্বর, ২০২১

প্রাথমিকে ক্লাস আরো বাড়বে

দীর্ঘ দেড় বছর পর স্কুল-কলেজ খোলা হয়েছে। তবে প্রাথমিকে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম পাওয়া গেছে। লম্বা সময় স্কুল বন্ধ থাকায় এ সমস্যা হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তা ছাড়া এ সময়ে শিক্ষার্থীরা এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উঠে গেছে। এ কারণে তাদের শিক্ষক, সহপাঠী ও ক্লাস বদলে যাওয়ায় সমন্বয়েরও অভাব ছিল স্কুল কর্তৃপক্ষের। শিক্ষার্থী উপস্থিতি কম হলেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম দিন ক্লাসে পাঠ কার্যক্রমে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় প্রাথমিক স্কুলের স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ এসেছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমে বলেন, আমরা প্রথম দিন বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছি। আমাদের নির্দেশনা মোতবেক পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাসে পাঠদান পরিচালিত হয়েছে। ক্লাসে আসতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক খুশি। তবে উপস্থিতি কম ছিল।

মনসুরুল আলম বলেন, শিক্ষক-অভিভাবকরা সচেতন হলে উপস্থিতি আরো বাড়বে। আবার প্রথম দিন হিসেবে শিক্ষার্থী উপস্থিতি কোথাও কোথাও প্রত্যাশার চেয়েও বেশি ছিল। দ্রুত আরো বেশি সংখ্যক ক্লাস শুরুর প্রক্রিয়াও শুরু হবে। স্কুলগুলোতে আমরা আকস্মিক পরিদর্শনে যাব। সেজন্য জেলা, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে কারো গাফিলতি পেলে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close