প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ আগস্ট, ২০২১

চাঁপাইয়ে ১৭ জনসহ বজ্রপাতে নিহত ২০

বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতেই ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে ২ জেলের এবং যশোরের ঝিকরগাছায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছেলে সামনে বাবার মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট

চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জ উপজেলায় বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনার সময় উপজেলার পাকা ইউনিয়নে পদ্মা নদী পার হয়ে বৃষ্টির জন্য তারা একটি ঘাটের ঘরে আশ্রয় নিয়েছিলেন। গতকাল বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের ১৭ জন বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার যাত্রী ছিলেন। এছাড়া মৃত আরেকজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি। সব মিলিয়ে নৌকায় নারী-শিশু মিলে ৫৫ যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বজ্রপাতে নিহত মৌসুমী খাতুনের বড় ভাই কামরুল হাসান জানান, গত সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল মামুনের সঙ্গে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা গ্রামের হোসেন আলীর মেয়ে মোসা. সুমি খাতুনের বিয়ে হয়। বুধবার দুপুরে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন হতাহতরা। বর এবং কনে দুজনই কনের বাবার বাড়িতে ছিলেন।

বজ্রপাতে আহত হয়েছেন অন্তত ১৪ জন। এদের ১১ জন ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে মৃত ১৪ জনের নাম জানা গেছে। নিহতরা হলেন বর আল মামুনের বাবা শরিফুল ইসলাম, নানা তোবজুল হক, দুলাভাই সোহবুল হক, মামা সাদিকুল ইসলাম, মামি টকিয়ারা, মো. আলম, মোস্তফা কামাল, বেলি বেগম, বাবলু, মৌসুমী, টিপু মিয়া, জমিলা, সাদরুল, লেচন ও সজীব।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছামাত্র প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এ সময় যাত্রীরা ঘাটের ইজারাদারের ঘরে আশ্রয় নিলে সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ১৭ জনের মৃত্যুর কথা জানা গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাকিব-আল-রাব্বি জানান, বৌভাতের অনুষ্ঠানে যাওয়া দলটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের অধিবাসী। লাশ দাফনের জন্য নিহতদের পরিবার প্রতি ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম জানান, আহতরাও চিকিৎসা সহায়তা পাচ্ছেন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের নিকলীতে গত মঙ্গলবার ভোররাতে উপজেলার কারপাশা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। নিহতরা হলেন শহরমূলে গ্রামের শফিকুল (২৮) ও জলহু মিয়া (৫০)। তাদের সঙ্গে থাকা হয় কামরুল ইসলাম (৩২) ও মোতালেব (৪০) গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে শিকদার, পলাশ, মনির বাড়িতে ফিরে যায়।

বেনাপোল (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্যা গ্রামে ছেলের সামনেই বজ্রপাতে মারা গেলেন বাবা। গতকাল মঙ্গলবার সকালে আমন ধান রোপণের জন্য খেতে যান কৃষক আবদুল আজিজ (৫৫) ও তার একমাত্র ছেলে মাহাবুর রহমান (২৮)। প্রচন্ড বৃষ্টির মধ্যে বারবার বজ্রপাত হচ্ছিল। পানির মধ্যে জমি রোপণের উপযুক্ত করার জন্য তারা মাঠে কাজ করছিল। এ সময় বজ্রপাতে ছেলের সামনেই আবদুল আজিজ মৃত্যুবরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close