চট্টগ্রাম ব্যুরো

  ০৪ আগস্ট, ২০২১

কয়েক ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

চট্টগ্রাম নগরীতে গতকাল মঙ্গলবার ভোর থেকে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে নগরীর অধিকাংশ নিম্নাঞ্চল হাঁটুণ্ডকোমর পানিতে নিমজ্জিত হয়েছে। নগরীর খালগুলো দিয়ে পানি না সরায় এই কৃত্রিম জলাবদ্ধতায় বিস্তীর্ণ এলাকার মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়। সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর কাপাসগোলা, বহদ্দারহাট এক কিলোমিটার, বারাইপাড়া, মুরাদপুর, ষোলশহর, আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া প্রভৃতি এলাকায় ঘরবাড়ি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। কোথাও হাঁটু, কোথাও কোমর পানি পর্যন্ত দেখা যায়। সকাল থেকে নগরীর বহদ্দারহাট মোড়, কাপাসগোলা, কাতালগঞ্জ, মুরাদপুর প্রভৃতি সড়কে হাঁটু পানিতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। জরুরি কাজে বেরিয়ে পথচারী, পোশাককর্মী, ভ্যাকসিন নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়েন।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৯০ দশমিক ৬ মিলিমিটার। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close