নিজস্ব প্রতিবেদক

  ০৪ আগস্ট, ২০২১

জাপান থেকে এলো আরো ৬ লাখ ডোজ টিকা

জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার জাপানের স্থানীয় সময় রাত সোয়া ৯টায় নারিতা বিমানবন্দর থেকে তৃতীয় দফায় ৬

লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে একটি কার্গো ফ্লাইট ছেড়ে আসে। এরপর হংকং হয়ে আরেকটি কার্গো ফ্লাইটে মঙ্গলবার দেশে পৌঁছায় এই টিকা।

এর আগে গত ২৪ জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের উপহার দেওয়া ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ডণ্ডঅ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেশে পৌঁছায়। সেসময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী এক মাসের মধ্যে আরো প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাপানের উপহার পাবে এমন দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। তালিকা অনুযায়ী অক্সফোর্ডণ্ডঅ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাবে বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close