ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ৩০ জুলাই, ২০২১

ভূরুঙ্গামারীতে ৯ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের সাতজনসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ৮টার দিকে তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর কাছুর মোড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পণ্ড১৮ণ্ডএর সাবিকা খাতুন (৫০) আছমিরা (১৮) নাদিম (১৫), রিয়াজ (১০) তাছমিরা (৭), রুমাজান (৫), ইসমাইল (৩)। অপর দুজন হলেন টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্পণ্ড১৩ণ্ডএর ফাইয়া সালাব (২৭) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পণ্ড২ণ্ডএর ইসমাইল হোসেন (১৮)। সহকারী কমিশন (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, লকডাউন কার্যক্রম বাস্তবায়নকালে দেখা যায় একটি অটোরিকশায় কিছু লোক গাদাগাদি করে যাচ্ছে। রিকশাটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বলে জানায়। পরে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close