নিজস্ব প্রতিবেদক

  ২৯ জুলাই, ২০২১

প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের টিকা নেওয়ার নির্দেশ

আগামী ১১ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীকে করোনার টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরদিন ১২ আগস্টের মধ্যে টিকা নেওয়া সংক্রান্ত তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

গতকাল বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আদেশে বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা, সব পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, উপজেলা ও থানা রিসোর্স সেন্টারকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, চলমান করোনা ভাইরাসজনিত রোগ প্রতিরোধে প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট সবাইকে করোনার টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আগামী ১১ আগস্টের মধ্যে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এমতাবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী টিকা নিয়েছেন এবং যারা টিকা নেননি, তাদের তালিকা ১২ আগস্টের মধ্যে অধিদপ্তরে পাঠাতে অনুরোধ জানানো হলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close