নিজস্ব প্রতিবেদক

  ২২ জুন, ২০২১

প্রথম ধাপের স্থানীয় নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষ, নিহত ২

মহামারি করোনাভাইরাসের মধ্যে লক্ষ্মীপুর-২ আসন ও দুই পৌরসভায় উপনির্বাচন এবং প্রথম ধাপের ২০৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভোট বর্জনের ঘটনা ঘটেছে। এ সময় নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। তবে অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবরও পাওয়া গেছে।

এদিকে নির্বাচনে কিছু সহিসংতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির। গতকাল বিকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, দু-একটি অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে দুজন নিহতের ঘটনা ঘটেছে। তবে কোনো মৃত্যুই কাম্য

নয়। নির্বাচন কমিশন থেকে সারা দেশে অনুষ্ঠিত নির্বাচন মনিটরিং করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মিডিয়ায় যেসব খবর প্রচারিত হয়েছে তার ওপর ভিত্তি করেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থগিত থাকা নির্বাচন ঈদের আগে অনুষ্ঠিত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কমিশন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।

লক্ষ্মীপুর-২ আসন : একাদশ জাতীয় সংসদের নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল মানব পাচার ও অর্থ পাচারের মামলায় কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরই পরিপ্রেক্ষিতে ইভিএমে ভোটের আয়োজন করে ইসি। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই প্রার্থী। একজন হলেন নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী নুর উদ্দীন চৌধুরী নয়ন, অন্যজন লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ ওরফে শিপন।

এদিকে ষষ্ঠ ধাপের ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায়ও ভোটগ্রহণ হয়েছে। ঝালকাঠিতে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন। এদিকে সেতাবগঞ্জ পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের মো. আসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রশিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নাজমুন নাহার মুক্তি, নাহিদ বাসার চৌধুরী ও হাবিবুর রহমান দুলাল।

ইউপি নির্বাচন : ২০৪টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে। বাকি ১৮৪টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয়। প্রথমে ইসি ৩৬৭ ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনাপ্রবণ এলাকার ১৬৩ ইউপির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। প্রথম ধাপের নির্বাচনে ইতোমধ্যেই চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন নির্বাচিত হয়েছেন।

সংঘর্ষ ও ভোট বর্জন : বরিশালের গৌরনদীতে ককটেল বিস্ফোরণে মৌজা আলী মৃধা (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক একজন ওই কেন্দ্রে ভোট দিতে যান। বিষয়টি ভোটগ্রহণকারীদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়। তখন স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ হয়।

ভোলার চরফ্যাশনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মনির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে শিশুসহ আরো ১৫ জন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের চরফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে। আহতরা হলেন তাসলিমা (২২), রিতা (৪), ফিরোজ, মন্জু, সোহাগ, শাহাবুদ্দিন, বেল্লালসহ ১৫ জন।

জাল ভোট এবং এ?জেন্টদের বের ক?রে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন ক?রে?ছেন মুলাদী উপ?জেলার ৪ নম্বর গাছুয়া ইউ?নিয়?নের চেয়ারম্যান প্রার্থী মোক?সেদ মীর। গতকাল দুপুর ১২টায় নিজ বাসভব?নে সংবাদ সম্মেলন ক?রে তিনি নির্বাচন থে?কে স?রে দাঁড়ান।

পটুয়াখালীর বাউফলে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সকাল ৮টায় উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রাসমল ও রাসেল।

ব?রিশাল জেলার হিজলা উপ?জেলার মেমানিয়ায়

ইউ?নিয়নে সংঘর্ষের ঘটনা ঘ?টে?ছে। বেলা ১টার দি?কে ২নং ওয়ার্ড খাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ?এ ঘটনা ঘটে। এ?তে কমপ?ক্ষে ১০ জন আহত হ?য়ে?ছেন ব?লে স্থানীয়রা জা?নি?য়ে?ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মধ্যম চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ বুথে ভোটের শুরু থেকেই মোমবাতি দিয়ে কাজ চলে। কেন্দ্রে বিদ্যুৎ থাকলেও বাল্ব না থাকায় মোমবাতি দিয়েই কাজ চালিয়ে নিতে হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close